ডেমরা পচিয়ে ডিগ্রি নিলি
ডারালি জমা যা কিছু,
ডিঙন নেচে ডিগবাজি খাস
ডাকাত নেতার ধরে পিছু।


চাকরি পেতে চটি ছিঁড়ে
চামড়া পায়ের বড়বড়ে,
চামচা হ'তুই চামচিকির
চৌদ্দ লাখ দিয়ে কড়কড়ে।


বাবার অসুখ?বাদদে ভাই
বাঁচার জন্য চাকরি ধর,
বাসক তুলসী, নকল মধুতে
বাবার কাশি ভালো কর।


জমিজমা বাপের যমকে দে
জল খাইয়ে রাখ জীবন,
জব্বু করে বাপে যমের কাছে
যক্ষকে কর পতিত পাবন।


সুশ্রী দেখে শ্রীমতী আন
শুচিবাই হয় যেন সে,
শ্বশুরের শু-শুর গন্ধ পেয়ে
শ্রীমতী যেন যায় বিদেশে।


পড় ভাই বই পাঁড়ের জন্য
পড়িস না কভু মানুষ হতে,
প্রদীপ জ্বালা পুজোর জন্য
পথ ভরিস না আলো দিতে।
                 ------- রঞ্জন গিরি।