পরশ্রীকাতর শ্রীহীন
সুখ সদাই অধরা,
স্বার্থপরের সাথী নেই
পাতুক প্রেম পশরা।


হিংসুকের হীনমন্যতা
নিজের ছায়ায় ভয় ,
অকৃতজ্ঞর অসার বিবেক
মনুষ্যত্বের নিপাত হয়।


চরিত্রহীন চর্য্যাহারা
কলহের সংসার,
লোভীর লোলুপ দৃষ্টি
শ্রীবৃদ্ধি ছারখার।


প্রবঞ্চকের পরাণ কালো
সর্ব্বমনের অবিশ্বাসী,
নাস্তিকেরা নরক প্রেমী
মন্দ ঘেঁটে শ্রী-বিদ্বেষী।
             ------- রঞ্জন গিরি।