ইটের উপর ইট সাজিয়ে
               যখন গড়ি অট্টালিকা,
সেখান থেকে মাটির বাড়ি
           দেখায় ছোট্ট পিপীলিকা,


মাটির ঘরের উঠোন খানায়
             যখন বসি হেলান দিয়ে,
মনে হয় তখন দলমার বাড়ি
          লুটায় যেন মোদের পায়ে।


তাঁবুর কথায় হাসি মোরা
                   যখন দেখি যাযাবর,
ওই গরব হাসির কারন হয়
        থাকলে মোদের দলমা ঘর।


রাজপ্রাসাদের স্বপ্ন দেখি
             বাঁশের ছিটাতে করে বাস,
আশা পূরন হলে মোদের
            ওই বাঁশকে করি পরিহাস।


শ্বেত পাথরের মেঝে যখন
               মোদের মাটির মেঝে হয়,
অবজ্ঞা আর ঘৃনার ফলে
               মানুষের মর্য্যাদা হয় ক্ষয়।
           ------- রঞ্জন গিরি।