পটের বিবি খাটে বসে,
পট ধরে পান খায় আর হাঁসে।
পন্ডিত ভাবে নিজেকে বড়,
পালঙ্কে বসে তার মেজাজ গাঢ়।


ফড়ফড়ানি যত হ্যাঁচর প্যাঁচর,
ফন্দি ফেঁদে লোকের ভাঙ্গে ঘর।
ফটফটানি বলে ইংরাজী বুলি,
ফরফরিয় দেয় সে সবে গালি।


বকবকানি তার সারাটা দিন,
বর কে নাচায় সে তা ধিন ধিন।
বরন করে তার শাশুড়িকে,
বদন ভরিয়া দেয় নোংরা ঢেকে।


ভয়ে শাশুড়ি দাঁড়িয়ে কাঁপে,
ভক্কি দিয়ে সেতো বধুকে জপে।
ভড়ম দেখিয়ে তড়কায় বধূ,
ভন্ডামি করে সে সাজে সাধু।


মন হয়েছে সে মালিক হবে,
মনটাকে তাই সেতো কর্ত্তী ভাবে।
মওকা চায় সে এবার হবে বিবি,
মস্ত হবে তাই চায় সে চাবি।
             -------- রঞ্জন গিরি।