নুড়ি বলে মোদের আজ
না নাড়ো পায়ে,
অবাঞ্ছিত ভেবোনা কভু
অবজ্ঞা লয়ে।
জানই!মোদের প্রতুলতায়
পৃথিবীর সৃষ্টি,
নির্দয় হইওনা!নির্জন নীড়ও
মোদের নমনীয়তার কৃষ্টি।
ভাস্কর্য্যের গর্বে ভুলেছ মোদের
প্রতিষ্ঠা করে দেবতার,
দেউলের দেওয়ালটি মোদের
দেহটিও বিশ্বস্ততার।
এক টুকরো পথের পাথর নই
সত্যপীর আমি,
মোদের স্বার্থ নেই সুখের জন্য
কিন্তু দেহটি ভীষণ দামি।
উস্কে তোলো উন্মাদের হাতে
অশান্ত কর কাশ্মীর,
দোষী সাজিয়ে দিয়েছ কালি
নাম নিয়েছ বীর।
ভেবেছ কি!আমরাও ভাবাতে পারি
টিটেনাস ধরাতে পারি সর্বাঙ্গ,
ঈশ্বরের সৃষ্ট ভূমিকম্পের ভূমি দিয়ে
সব খেলা করে দিতে পারি সাঙ্গ।
আমরা অত্যাচারিত অতিকায়
সদাই বিপন্ন বিষণ্ন,
প্রভুত্বে প্রভাবশালী হলেও তোমরা
অতি নিঃস্ব নগন্য।
আমরা এক ডাকে পৃথিবীকে
জোট বাঁধাতে পারি,
এক নিমেষে ভেঙে দিতে পারি
তোমাদের জারিজুরি।
               ---------- রঞ্জন গিরি।