গনতন্ত্রের অন্ত্র পচা
দুর্গন্ধ তার ভিতরে,
সন্মুখে সুখের নাটক
অন্তর মরে গুমরে!


ভেজালে ভিজে দেহ
চকচকে থাকে অঙ্গ,
অঙ্গ নিতে সঙ্গ দিলে
দুর্গন্ধে মোহ ভঙ্গ!


বিষধর সম বিষে নীল
সমাজপতির দল,
স্বাতন্ত্র নেই গনতন্ত্রে
এক ছোবলে দুর্বল!


জঙ্গল প্রীতি জানোয়ারের
শ্রী'টাও সমানে সমান,
গনতন্ত্রে আজ গণপতির
শ্রী বড়ই বেমানান।


সভ্য বলি অভব্য নীতি
শালীনতা নেই বোধ,
ঈর্ষা থেকে হিংসা বৃদ্ধি
কেন এতো বাড়ে ক্রোধ?
            ------ রঞ্জন গিরি।