হে ঈশ্বর! পিতা পরমেশ্বর প্রভু যীশু
আমি হিন্দু, সিন্ধুর মতো হৃদয় মোর বড়ো,
জ্ঞানত আমি কভু কোন ধর্মে না করি ম্লান
আবার নিজ সনাতন ধর্মে না করিয়া জড়।
প্রভু! তুমি মোর শতকোটি দেবতার মাঝ
কখনো না দেখি তোমায় আলাদা করে,
আমি জানি যিনি যীশু, তিঁনি কৃষ্ণ, আল্লাহ্
মর্তে আবির্ভাব তিঁনি ভিন্ন ভিন্ন রূপ ধরে।
তুমি যে সবার প্রাণের আত্মা হৃদয় দাতা
সে মানি,তাতে আমি অবিশ্বাসী নই কভু,
আমি মন্দিরে দেবতা পূজি,তোমায় গীর্জায়
খুঁজি, না করি অপমান, ক্ষমা করো প্রভু।
আমি নির্জনে কৃষ্ণ ভজেছি, তোমায় করেছি
স্মরণ, মুক্তি পেতে সদা এক ধ্যানে এক মনে,
কর্তব্য বিমূঢ় নই,মোর দোষ নিওনা তুমি প্রভু
তোমার প্রেমে আমি কখন মজিনু অজ্ঞানে।
তুমি যা কিছু ভালো সব কিছু দিয়াছ মোরে
যা কিছু মন্দ সবকিছু তুমি তায় নিয়েছ হরণ করে,
মোর হিতাকাঙ্ক্ষায় আমি চাইনি তো হাত পেতে
না ডাকতেই এসেছ তুমি হিতের লাগি মোর সংসারে।
যা কিছু দিয়াছ তুমি আর যা কিছু নিয়েছি আমি
সব কিছুর লাগি প্রভু! নত করি শির জানাই ধন্যবাদ।
প্রভু আজ তোমার জন্মদিন প্রণাম লহো মোর
শুভ প্রাতে সবার হৃদয়ে বিরাজিত হয়ে ঝরাও সুপ্রভাত।
                  --------- রঞ্জন গিরি।