অগড় বগড় খেয়ে রাজা
রগড় দেয় প্রজায়,
খুঁতখুঁতে হয় রাজার রানী
প্রজায় বেদম কাঁদায়।


মন্ত্রী তন্ত্রী না চাই রানীর
প্রজায় ভরসা তাঁর,
যা কিছু চলে প্রজাকে বলে
দেয় সব কাজের ভার।


টক, মিষ্টি, তেতোয়  রাজা
হাঁপড় মেরে খান,
তাই দেখে রানী প্রজার উপর
রেগে চটে জ্বলে যান।


মুচি যদি লুচি বানায়
শুচি করেন রানী,
ঝাড় ফুঁ দেয় ওঝা ডেকে
ছড়ায় গঙ্গা পানি।


মন্ত্র জলে অন্ত্র খারাপ
হয় যদি তাঁর রাজার,
তাই যন্ত্র দিয়ে তন্ত্র জল
পরীক্ষা করেন হাজার।


জলের মেশিন হালের নয়
তাই ভরসা রানীর নেই,
ডেকে হেঁকে বকে ঝোঁকে
রানী সকল প্রজাকেই।


চাটনি আর মিষ্টি কার সৃষ্টি
রানী সুধায় জনে জনে,
ময়রার যদি  চেহারা খারাপ
যেন না কিনে তা আনে।


খেজুর কাজুর চাটনি হলে
না যেন থাকে চিনি,
মধুমেহর স্নেহ পেয়ে রাজা
পরলোকে যাবেন তিঁনি।


করে খাটুনি গুড়ের চাটনি
আনতে বলেন রানী,
চৌদ্দ ডিবায় বদ্ধ করে তা
দিতে হবে তাঁরে আনি।


ঝোলা গুড় সদা খোলা থাকে
তাতে করে মাছি ভনভন,
ব্যবধানে থেকে সাবধানে চাই
যেন না যায় রাজার জীবন।


রাজার ভক্ত প্রজা, অভুক্ত
ছোটে শুধু চারিদিক,
মন্ত্রী স্বতন্ত্রী বসে শুধু দেখে
প্রজার দেহ করে লিকপিক।
          ------- রঞ্জন গিরি।