তন্ত্র হোক স্বতন্ত্র
তন্ময় হোক বিশ্বসারা,
প্রজা অন্ত প্রাণ হোক রাজার
প্রাসাদ হোক প্রাচুর্য ছাড়া।


অন্তরে থাকুক আন্তরিকতা
অহিংস হোক প্রেম তাঁর,
দাম্ভিকতার দস্যুটার যেন
দর্পচূর্ণে হয় ছারখার।


মমত্বের হোক মতান্তর
মানুষ যেন না মরে,
দাসত্ব করো,দাস নয়!
দাস বানাতে প্রাণ না ঝরে।


নিঃস্বার্থ হোক নিবিড়তা
নির্মাণ করো দেশ,
কর্তব্য নিষ্ঠা কর্মে থাকুক
কার্পন্যতার না থাকুক লেশ।


প্রজাতন্ত্র হোক প্রজার দ্বারা
পশুত্বরাজে কভু নয়,
ভীতির ভিতে গণতন্ত্র লুটে
সে ভোটে না হোক রাষ্ট্র জয়।
                 --------- রঞ্জন গিরি।