প্রলয় আসুক প্রকৃত শিক্ষার
দুরাভিসন্ধির আঁধার দূর হোক,
আলোর দিশারী আলমারির বই
নির্বোধ শিক্ষাকে দেখাক চোখ।


নিরক্ষরতার নির্যাসে শিক্ষিত গুলো
মনুষ্যত্ব হীন কল্পতরুর ভেক সাজে,
স্বাক্ষরতায় আক্ষরিক জ্ঞান নিয়ে
সমাজের সমাজ পতি বলে গরজে।


আবেগ ভাবাবেগকে নষ্ট করে দেয়
ভস্মীভূত হয় সু-শিক্ষার মান,
ভাগ্যবানের ভাগ্যশ্রীর শ্রী-এর শিরোপা
স্নিগদ্ধতা হারিয়ে সবকিছু হয় ম্লান।


দক্ষতা যদি কখনো বিশস্ততা হারায়
কোন দাম নেই তাঁর সে শিক্ষার,
মূর্খ সে কভু নয় যার আছে মনুষ্যত্ব
বিবেক হীন শিক্ষার হোক সৎকার।


বিবেক বৈষম্য না আনে কখনো
বিদারিত না করে মানুষের হৃদয়,
পুঁথি গত না হলেও মানবিক শিক্ষা
নিরস্ত্রের প্রতি না হয় কভু নির্দয়।


মানবের ধৈর্য্যতা হয় সু-শিক্ষার ধর্ম
বৈরিতায় সে বিরোধিতা করে,
ধুনোর মতো সুবাস ছড়িয়ে চারিদিক
নির্মম ভাবে সে নিজে পুড়ে মরে।
                  --------- রঞ্জন গিরি।