প্রাণ সৃষ্টি করেছ যাঁর;
শিক্ষাও তাঁরে দিলে ধার,
তুমি যে গো হও মাতা
প্রথম শিক্ষা গুরু তাঁর।


কনিষ্ঠ সে ভুমিষ্ঠ হয়ে;
মেলিয়া চক্ষু দেখে মায়ে,
তুমি মাতা শিক্ষা দিলে
স্তন পানে আঁচল ছায়ে।


দুই হস্ত যে বাড়ায়ে তাঁরে,
হাঁটতে শিখালে ভূমির পরে;
আত্মীয়তার বন্ধন শিখাও
জীবনের প্রথম আলাপ করে।


ভালো মন্দ বোধ জ্ঞানে মাতা,
সর্ব্বক্ষণের তাঁর হও যে ত্রাতা;
তোমার,  বর্ণ, শব্দ, বাক্য, ভাষা
সৃজনী তুমি গুরু ভাষার হোতা।


তুমি হও গো মাতা গুরু শ্রেষ্ঠ,
এ অবনীতে হও গুরু গরিষ্ঠ;
মহান গুরু তুমি গড়েছ তাঁরে
তুমি যে মাতা সবারই বরিষ্ঠ।
               ------- রঞ্জন গিরি।