প্রতিপত্তির প্রতিভা অহংকারী
ফুটপাতের প্রতিভা ফসল দেয়,
অনটন শেখায় অমৃত খুঁজতে
উদ্ভাবনী চিন্তা উষসীর ন্যায়।


সুখ তারল্যে সাধনা শক্ত
আরামের অদৃশ্যে মেধা মরে,
স্বাচ্ছন্দতার সুখ সমীরণহীনে
বিভূতির ভূতি দীনের ঘরে।


শত সহস্র প্রতিভা প্রতিহত হয়
অভয়হীন আলোর আলেয়ায়,
শত সহস্র স্বপ্ন সলিলে সমাধি
নিত্য নির্লক্ষ্যে নির্লিপ্ত হয়ে যায়।


প্রতিভার প্রতিযোগিতা চলে
সুকৌশলে সুবিধাবাদীর অর্থে,
প্রকৃত প্রতিভা পরলোকে যায়
নগন্য নেতার নির্লজ্জতার স্বার্থে।
                 --------- রঞ্জন গিরি।