আঘাতে আঘাত আসে
ব্যাঘাত হয় ঘুম,
তর্ক করলে তর্ক বেড়ে
মর্গে যাওয়ার ধুম।


হিংসায় হিংস্রতা বেড়ে
মিত্রতা হয় ধংস,
শত্রুতায় শত্রু বৃদ্ধিতে
বংশ হয় নির্বংশ।


ক্রোধ করে ক্রোধের বসে
বোধনেই বিসর্জন,
অভিমানে মান মরে গিয়ে
থামে সকল গর্জন।


নিন্দা করলে নিন্দা ফিরে
নিজে নিজের জন্য,
অপমানের ফল অপমান
মন থাকে সদা বিষণ্ন।


ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে
এতো সবারই জানা,
ধর্মেই ধর্ম অধর্মের অধর্ম
প্রতিক্রিয়া দেবে হানা।
           ------- রঞ্জন গিরি।