ফুড়ুৎ করে শরৎ ঋতু
                      এলো যখন উড়ে,
পুজোর গন্ধ বাজার হাটে
                  থাকে কাগজ জুড়ে।


তুলছে চাঁদা টলছে নেশায়
          মাতাল রাস্তায় পাকায় জটলা,
নেতার উস্কানি পায় মাস্তানিতে
               ওরা কাড়ে দুঃখীর পুঁটলা।


টিভির স্ক্রিনে দেওয়াল লিখনে
                    বিজ্ঞাপনে বেচায় ভূষি,
গবেট সাজায় রিবেট দিয়ে
                     ক্রেতায় করতে খুশি।


একটি কিনলে দুটি ফ্রি
                        দিচ্ছে কেহ ধোঁকা,
খুশিতে তা লুফতে গিয়ে
                      পকেট হচ্ছে ফাঁকা।


গুণী সাজে ধনী লোক
      (পুজোয় )খাওয়ায় ডাল-পুরি,
খায় ঘুষ চায় বোনাস
                  কিছু সরকারি কর্মচারী।


সুখের পুজোয় দুঃখী কাঁদে
                  আধপেটা খেয়ে থাকে,
নানা পদে ধনী বৌ রেঁধে
                 কুকুরে খাওয়ায় ডেকে।


কেউ আপন রুচি জ্ঞাপন করে
                     খোঁজে পোষাক ভিন্ন,
পুজোয় কেহ ঢাকতে দেহ
                      মেগে বস্ত্র পরে জীর্ণ।


মূর্তি পুজোয় ফুর্তি বাড়ে
                    গরীবের কি হয় তাতে,
লুচি-মোন্ডায় রুচি নেই
                  ওরা থাকে পান্তা ভাতে।


পূজা-আর্চা,মজা-খুশি
                       বড় লোকেদের জন্য,
দীন লোকেরা হীন চিরদিন
                     শুধু হয় বাজারের পণ্য।
                   ------------ রঞ্জন গিরি।


[### শারদীয়া উদয় ভানু পত্রিকা বাংলা সন 1411 সালে প্রকাশিত।]