পুণ্যের খাতায় শূন্য নয় কি
ক্রোধ, অহংকার পুষলে মনে?
হৃদয়হীন উদারতা কি
মধুময় হয় মনের কোণে?


উন্মাদের উন্মত্ত চিত্তে
উন্মেষ ঘটে কি বিচার জ্ঞান?
বিধির কারনে বোধির নমস্য
সাহানশীলতায় তিঁনি নয় কি বিদ্বান?


মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী ভেবে
ভক্ত বোঝাতে না লুটাই পথে?
অন্নহীনে নয় কি দূরত্ব দানি
নৈবেদ্য ধরাই না কি মূর্তির হাতে?


রক্তের মায়ের ভক্ত আভাৱ
তাই শ্রীহীন নয় কি বিশ্ব সমাজ?
আলো ছেড়ে আলেয়ায় খুশি
আঁধারে নয় কি করি বিরাজ?
                 ------- রঞ্জন গিরি।