সখী,
কার প্রেমে তুই হলি মাতাল
বল তুই তাঁর নাম!
কোন নেশাতে কলঙ্ক নিতে
ছাড়লি পতি ধাম?
কাঙ্গালের নয়তো কান্তা তুই
কেন কাঙ্গালী তোর দাম?
কোন নেশাতে................
তোর গৌর অঙ্গ ডুবালি কেন
কৃষ্ণ সাগর অতল জলে,
তবে কি তোর মন কৃষ্ণ প্রেমে
সঁপে দিলি তাঁর চরণ তলে?
তাই কি তাঁর বাঁশি কদম তলে
ডাকে সদা রাধা রাধা নাম?
কোন নেশাতে...............
সংসারের সার বুঝলি না তুই
পর পুরুষে সদাই মতি,
আয়ান আয়নায় না দেখে মুখ
কেমনি হলি পতির সতী?
গোকুল প্রেমের গোপীনি মোরা
তোর সাথে আছি অবিরাম।
তবুও বোকা গোপীনি মোরা
না বুঝি তোরা শ্রী রাধেশ্যাম!
কোন নেশাতে...................
                   --------- রঞ্জন গিরি।