শ্যাম কে ধরে রাখ গো রাই
                   শ্যামে রাখ বেঁধে,
মোরা অবলা নারী, বিনয় করি
                     মরি কেঁদে কেঁদে।
                               তোমার শ্যামে রাখ বেঁধে॥


যমুনার জল যমুনায় র'ল
                   না পারি তারে নিতে,
পথে দাঁড়াল শ্যাম যে তোমার
                    দিলনা জলে যেতে।
বলনা গো সই কেমনি করে
                    মোদের, দেবতায় দেই রেঁধে।
                                     তোমার শ্যামে রাখ বেঁধে॥


শ্যাম বাঁশরী বাজায় লো রাই
                    ওই কদমেরি তলে,
মধুর সুরে দেয় বাধা দেয়
                     যেতে মোদের জলে।
কেমন করে যাই গো সই
                     সুর যে হৃদে বিঁধে।
                                       নইলে শ্যামে রাখ বেঁধে॥


ননদীনি কুটিলে গো সই
            তোমায় কলঙ্কিনী বলে,
মোরা ব্রজগোপী সখী তোমার
             তায়, যাই কেমনে ভুলে।
তাঁর জ্বালায় জ্বলে  মরি
              ছায়া ঘিরে বিষাদে।
                                    সখী শ্যামে রাখ বেঁধে॥
                 -------    রঞ্জন  গিরি।