রামাকান্ত ভীষন শান্ত
রামরাজা তলায় ঘর,
রাগীলোকে দেখেনা চোখে
রাম নামে করে পর।


রাশভারী হয় তাঁর শরীর
রাঙ্গা তাঁর দুটি গাল,
রাজার মতো চলন বলন
রাজ তিলক লালে লাল।


রাতে রামার ভিন্ন জামা
রাজ করে বেশ্যা গৃহে,
রাবন মূর্ত্তি রাম হয় বিপত্তি
রাজকুমারীর পড়ে মোহে।


রাখে তাঁরে যতন করে
রাজপ্রাসাদের ঘরে,
রাত্রে সেতো রজকিনী
রান্না সে দিনে করে।


রাঢ়ী খুঁজে রাঢ়-এ মজে
রাকাপতি শত্রু তার,
রাম ভজে দিনের কাজে
রাত্রে রাঢ়ী গলার হার।
           ------- রঞ্জন গিরি।