শিশিরে ভিজে শরীর মন্দ
রঞ্জনের গলায় রা নেই,
গলার গতি যে মন্থর তাঁর
ঘন নিহারের নির্য্যাসেই।


ফিসফিসানি সব কথা বার্তা
বোঝে কেউ আর বোঝেনা,
সারাদিন শুধু সেবায় ব্যস্ত
আপনার প্রিয় আপনজনা।


পরামর্শ দাতা পৌনে শতক
মুনি মুন্সির অভাব নেই,
আদা চা'এ আরোগ্য নাকি
তরুরাগ তুলসী পাতাতেই।


উত্তাপ উষ্ণতায় উদ্ধার নেই
টিপটিপ করছে টাক তাঁর,
মশারির ভিতর মোটা জামা
তবুও যে  তাতে নেই পার।


আজ একটু আছে ভালো
কথা বলতে কোন কষ্ট নেই,
গুরুবারে শুধু গুরু চিন্তায়
মগ্ন থাকে তাঁর মৎসবেই।
              --------- রঞ্জন গিরি।