অন্নের জন্য অনশন করে
খিদেয় খসে পড়ল তারা,
রেবতীর রা কাড়লো রাজা
আঁধার হলো আকাশ সারা।


গাধা কিনে রাজা গাদা টাকায়
মেধা মরে আজ অনাহারে,
নীরব হিংসার নির্মাণে রাজা
আঁতের অন্ন কাড়ে অত্যাচারে।


রাজনীতির রঙ দেখে রাজা
ভিক্ষুক দেখে ভিক্ষা দানে,
বিরোধী হলেই বিপদ বেশি
হাসি মুখে হাসুলি গলায় টানে।


বলরামের বল হারাতে বসেছে
হাজার রেবতীর হারিয়ে প্রাণ,
সুশীল সমাজ এই সুবিধে নিতে
রাজার রাজত্বের করে গুনগান।


কর্মগুন রাজার কংসের সমান
হৃদয় না কাঁপে হারালে প্রাণ,
নোংরা ঘেঁটে নৃত্য করুক রাজা
প্রজা মরুর পচার পেয়ে ঘ্রাণ।


রামধনুর রঙ দেখায় যে রাজা
মরীচিকায় মেতে প্রজা মরে,
অন্ন জোটাতে আজন্ম অনাথ
কৃমি করে কীর্তন আঁতের ঘরে।
                    ---------- রঞ্জন গিরি।