এগিয়ে বাংলা আগুন জ্বেলে
বৈভব  বিকাশ যাচ্ছে পুড়ে,
বিশ্ব মাঝে বৈরাগী সেজে
ভূখ মেটাবো ভিক্ষা করে।


বেআব্রু বিদ্যার বিভীষিকায়
ছারখারে ছ্যাঁকা লাগে গায়,
নিজের নাক নিজে কেটে কভু
সমাজকে কি শেখানো যায়?


বিভাজনতার প্রয়াস বিশেষ
বুদ্ধুও বোঝে বদান্যতা কার,
ভোট ব্যাঙ্কের ভবিষ্যৎ ভেবে
নিজের উপর নিজের অত্যাচার।


ধর্ষণ হয় আজ সকল ধর্ম
ধর্মের ধেড়ে ইঁদুরের দ্বারা,
প্রশাসন বসে পাপ্পি খায় গালে
উন্নয়ন উন্মাদ হয়ে দেশ ছাড়া।


শূন্য রাজকোষে শকুনের দৃষ্টি
ক্ষমতার লোভে খুনী পোষে,
কাদা ছোঁড়াছুঁড়ি কেদারা চাই
রোগগ্রস্ত রাজনীতির রঙ্গরসে।
               --------- রঞ্জন গিরি।