গোধূলি বেলায় দাঁড়িয়ে,
ঊষায় করি আহ্বান;
বিচিত্র ইচ্ছা মত্ত মনের।
মনের দর্পণে উঁকি দিয়ে না দেখি,
দেহের চামড়া ঝুলে পড়েছে
কিনা!... কিন্তু কাঁচের দর্পণে তার
দু গালে টোল পড়ার দৃশ্যতা পায়
সেটা আট না আশি......।
তবুও গাছের নিচের ঝুলে পড়া
ডাল একবার চায় কিশলয় হতে,
তাইতো চেয়ে থাকে কচিকাঁচা
ডালের পানে; মন বলে আহা!
ফিরে পাই আবার যদি সবুজের
সমারোহ।লোভ হয়!...….


এখন আধা পাকা বয়স,......
যৌবনে অনেক দৃশ্য তারিয়ে তারিয়ে
উপভোগ করেছি,কাক-ককিলের শত্রুতা,
ওলির আলতো পরশ, জোড়া শালিকের
কলহ,প্রজাপতির প্রেয়সী চুম্বন।
ওদের সঙ্গে নিজেও মেতে উঠেছি
প্রেম খেলায়।সে যেন এক স্বর্গীয় সুখ।
আহা! মনে পড়লে ভাল লাগে।
সব আজ কল্পনিয় স্মৃতি।........


এখন নিরেট কিছু উপাধি রয়েছে,...
আমি বাবা, কারুর জ্যাঠা, কাকা, দাদু
মেসো.... এই পর্য্যন্ত ঠিক আছে,পূর্নছেদ।
তখন প্রায় খাদের কিনারায়, একটু.....
আর একটু পেরুলেই পা পিছলে......
অন্ধকারময় দৃশ্যহীন গর্তে,সবশেষ!
সম্বোধনকারীরা একটু চোখের জল ফেলে
একটু কেঁদে উঠবে,তারপর ব্যস!শ্রাদ্ধবাসর।
হাসাহাসি, ঠাট্টা ইত্যাদি ইত্যদি।......
আত্মা বলে যদি কিছু থাকে আত্মীয়ের
এই আথিতিয়তা তখন মানা ছাড়া
আর কি উপায়?স্বয়ং ঈশ্বরকেও
মানতেই হবে, ..........


উদয় থেকে অস্ত সয়েছি অনেক আঘাত
দেহের পাতায় পড়েছে বাদামি চিহ্ন,
সালোকসংশ্লেষ বন্ধ হওয়ার পথে;তবু
সকালের স্মৃতি রোমন্থনে নয়নে ঝরে বারি।
উপায় নেই, লোভেও লাভ নেই।
সবকিছু মেনে নিতে হবে।............
                        -------- রঞ্জন গিরি।