💐💐💐💐💐💐💐💐
হাড় মাংসের সচল খাঁচা
       অচল হবে হঠাৎ করে,
শ্বাস পাখিটা প্রশ্বাস হয়ে
শাসন করবে পালিয়ে উড়ে।
হাড় মাংসের..................
বন্দী কি থাকে ওই পাখি আর
       ওঝার উন্মাদ ঝাড় ফুঁকে,
ব্রহ্মাণ্ডে যে হয় তাঁর বিচরণ
          লক্ষ খাঁচা লক্ষ্যে থাকে।
দেয় পাড়ি সে অচিন দেশে
অচিন খাঁচা আপনা ধরে।।
হাড় মাংসের...................
যবে পাপে মজে পুরাতন খাঁচা
         পুড়ে পাপ তাঁর শ্মশানে,
বিলীন হয় বীরত্ব যে তাঁর
         আগুনের অবাধ শাসনে।
সব কিছু শেষ অহংকারের
      ধূলি হয়ে মিশে ধরার পরে।।
হাড় মাংসের......................
                ----------- রঞ্জন গিরি।