সাধুর চরণ লেহন করো
                   পুণ্যি পাবে তাতে,
দুর্বৃত্ত জনের মুক্তো নিলে
                  পাপ জমবে খতে।


সাধুর বচন সমুদ্র জ্ঞান
                   সূর্য্যের পরশ পাবে,
দুর্বৃত্ত তার কথার ছলে
               অমাবস্যায় ঢোকাবে।


সাধু সঙ্গ সদাই করো
                     অঙ্গ সোনার হবে,
চপল লোকের চটুল সঙ্গ
                    কলঙ্কে ভরে যাবে।
              -------- রঞ্জন গিরি।