সাদা মাঠা লোক ভাই,
সাফ সাপ বুঝি নাই!
সাপকে সাফ করতে
সাহস বলো কোথা পাই?


সাধ হয় নীরব ললিত হতে
সাধ্যতো নেই কভু তাতে!
সাবাড় করলো তারা জনধন
সাদা মাঠায় মারলো ভাতে।


শানদার ছক্কা মেরে ওরা,
সাপটে দেশ গেলো ছেড়ে!
সায় পেলো তারা বড় মাথার
সাজা পড়ল গরীবের ঘরে।


সাত পাঁচ মনে ভাবে গরীব,
সামান্য ভুলও করে জরিপ!
সালতায় ভরে যত মিথ্যা
সাফল্যে পায় ধনী তারিফ।


সাবুদ না রাখে পাপ কর্মে,
সামাল দেয় নেতা মিথ্যা বর্মে!
সাজ্সিক দেখিয়ে খুঁজে পাগল
সাফ করতে চায় সৎ ধর্মে।


সাধনায় নীরব সিদ্ধি পেল,
সাকল্যে দুষ্টের সাফল্য এল !
সাকার নীরব খুশিতে মগ্ন
সাজগোজে নিজের ঘর গোছাল।
               -------- রঞ্জন গিরি।