সমালোচনা হোক বেশি
নিন্দাতো নয় কভু,
সুস্থ্য সমাজ সমালোচনায়
নির্মল নিন্দায় কাবু।


সমালোচনায়  সাবধানতা
নিবিড় হয় প্রেম তাতে,
নিন্দার নিমিত্ত দ্বরাজ ঢেউ
কলুষ যুক্ত করায় প্রাতে।


সারত্ব আসে সমালোচনায়
উর্বর হয় তার কর্মফল,
অসাড়ে আসারত্ব উত্তমের
নিন্দাতে হৃদয় বিকল।


সমালোচক হয় সাধু জন
সুন্দরের সৃষ্টি করে,
নিমজ্জিত নিন্দায় নিন্দুকেরা
নিশির জন্য ঘোরে।
          ---------- রঞ্জন গিরি।