জন্ম থেকে মৃত্যু
হাতে গোনা কটা দিন,
আলস্য যদি সময় খায়
জীবনটা হয় ক্ষীণ।
সব কিছু উবে যাবে
কর্পূরের মতো,
হায়!হায়!করবে তখন
হৃদয় হবে হত।
ওলোট পালোট সব কিছু
হাতড়াবে চারিদিক,
সময় না পাবে সমীক্ষার
ভুল কোনটা ঠিক!
এক পল ও সময় পেলে
দিওনা তাঁরে বৃথা,
ওই সময় টুকুও হতে পারে
সারা জীবনের ত্রাতা।
পরচর্চা,পরনিন্দা করে
সময় না দিও বাজে কাজে,
ওই সময়টা ব্যায় করে থেকো
নিজে সু-শিক্ষায় মজে।
অমৃত ভাসিয়া জলে
সময়কে সেতো ডাকে,
পাড়ের নুড়ি কুড়াতে হয় দেরি
অমৃত পালায় তার ফাঁকে।
যে দিন যায় আসেনা ফিরে
আসে নাতো সে সময়,
সময়ের কাজ সময়ে কর
সময়ের আয়ু যে হয় ক্ষয়!
সময়টাকে বন্দী করে
যদি রাখো হাতের মুঠোয়,
ঠিকঠাক ভাবে সব কিছু হবে
সদা পাবে জীবনের জয়।
            ------- রঞ্জন গিরি।