ঊনবিংশ পেরুতেই উন্মাদ মানুষ
সঙ্কীর্ণ মানসিকতার হয়েছে উত্থান,
রক্তস্নাত রাজনীতি দিকবিদিক
ভাবের ভাতৃত্ববোধ হয়েছে প্রস্থান।
স্বার্থন্বেষীর স্বার্থের প্রতাপে আজ
সর্বশ্রান্ত করেছে জীবন যাত্রা,
অমানুষের অমানবিক চিন্তায়
সমাজ সভ্যতা পায় অন্য মাত্রা।
বিষণ্নতার বিষ মিশেছে বাতাসে
উত্তমতা হয় অনিচ্ছায় প্রকাশ,
খল দ্বারা কলরবের কন্ঠরোধ হয়েছে
নরক নির্জনতার হয়েছে বিকাশ।
ঘিলু চটকায় ঘিয়ের লোভ দেখিয়ে
কালু ভলু মালু আজ তাতেই খুশি,
অঞ্জতার অন্ধকারে ডুবছে ওঁরা
তফাৎ বোঝেনি কে শশী কেবা নিশি।
ইলিশের লোভে ইমারতের বাবু
মনুষ্যত্ব বেচে মুগ্ধ মনে ইতর পুষে,
ডাবের ডোবায় ছাড়ে ইলিশের পোনা
চাষ করার শেষে বসে চক্ষু ঘষে।
                        --------- রঞ্জন গিরি।