সংহতি ছাড়া সংস্কার?
সাগরের বুকে ছ্যাক জালি,
সংস্কার যদি সৎ না হয়
সর্বশ্রীকে খায় চোরা বালি।


উন্নয়ন হীনে উত্তরণ?
উন্মাদের উদ্ভট উচ্ছ্বাস,
উদারতা হীন উৎপত্তি
উন্মাদনা ত্যাজে নিঃশ্বাস।


শালীনতা হীন শিক্ষা?
সমুদ্র সৈকতের ঢেউ,
সংস্কার হীনে যুব শক্তিতে
স্বার্থপরতা ঢুকায় কেউ?


শ্রীহীন সৌন্দর্য্যতা?
সরস পদ্ম গোবরে ফোটে,
সন্ধ্যা নামে সংস্কার হীনে
সফলতা হীনে মৃত্যু ঘটে।
              -------- রঞ্জন গিরি।