সাধনায় সংযমী হলে,
সমস্যা যায় অস্তাচলে।
সাধক হও তাই সাধনায়,
সংযম রেখো ভাবনায়।
সহিষ্ণু থাকলে শুদ্ধতায়,
সহনশীলতা সমন্বয় ঘটায়।
সহবাস হয় তখন সাধুসঙ্গে,
সন্দর্য্যতা আসে সেই অঙ্গে।
সুহাস নেই কভু সুবিত্তের,
সুবাস বহে শুদ্ধ চিত্তের।
সুহাসিনী তাই সোহাগ মাগে,
শুদ্ধ চিত্ত চাই তাঁর আগে।
          ------- রঞ্জন গিরি।