শুনছ দাদা!ভাবছ কি
তোমার মূর্খ বেকার ছেলে?
মূলধন বিনা ব্যবসা আছে
রাজনীতিতে এলে।
                       "সাদা দাদা,
                        হবে কাদা!"


শূন্য থেকে পূর্ণ হবে
তোমার টাকার থলে,
দিনে দিনে থলির হিসাব
নিজেই যাবে ভুলে।
                         "খাবে মদ
                            হবে বধ!"


মহৎ সেজে মাঝে মধ্যে
করো কিছু দান,
আর্ত যারা দান পেয়ে
তোমাদের সাজাবে মহান।
                         "সম্মুখে আচ্ছা
                           পশ্চাদে পচ্চা!"


বিড়ির পোঁদে মুখ দিতে
আর হবেনা দাদা,
সিগেরেট তোমার পায়ের নিচে
পড়বে গাদা গাদা।
                            "নেশায় মত্ত
                            ভাষা অকথ্য!"


তখন গরব করে বলবে তুমি
"নেতা আমার ছেলে,
অশ্ব ডিমও পাবে সবে
টাকার তাড়ি ওড়ালে।"
                            "চিটিং বাজ
                              নাই লাজ!"


পতি -পত্নীর কলহে
নেতার প্রয়োজন,
পত্নীর পক্ষ লয়ে
পতির হরণ করবে ধন।
                            "রান্না ঘরে
                             ঢুকে পড়ে!"


সরকারি যত কাজ
অঙ্গুলি হেলনে চলবে,
তোমার ছেলের ভয়ে
কর্মকর্তা চেয়ার ছেড়ে উঠবে।
                              "বলে শালা
                                ঘর পালা!"
পঞ্চাশ টাকার কাজ
অডিট হয় পাঁচ লাখ,
কাজের দেখা নেই
শিলান্যাস বাজাবে শাঁখ।
                               "আগে খাই
                                 পরে ভাই!"
অনেক দিন হেঁটেছ পায়ে
ভীষণ হয়েছ ব্যথা,
ফোর হুইলার চেপে
যাবে হেথা হোতা।
                               "পরের ধন
                                  বাদাবন!"


কুঁড়ে ঘরে বাস করেছ
সে কি ভাল দেখায়,
গাড়ি,বাড়ি দুটোই হবে
রাজনীতির ছাতায়।
                                 "চুরি কর
                                  মন্ত্রী ধর!"
  
সরল মনের ব্যবসা
না হবে তোমার ক্ষতি,
বরং দিনে দিনে চাল চলনে
বাড়বে তোমার গতি।
                               " ব্যবসা সরল
                                  খাবে গরল!
                                   বেশি আশ
                                    প্রাণ নাশ।"
              -----  রঞ্জন গিরি।