বাজার হাটে মাঠে ঘাটে
          যেখানে মোরা যাই,
সস্তা নয়ত রাস্তা খুঁজি
          তার বিচার করি নাই।
মাছ সস্তা মাছি উড়লে
           আওয়াজ হলে ভনভনে,
মানুষ সস্তা গুন্ডার কাছে
           কড়ি আসলে ঠনঠনে।
ফাল ফাল ফালি করে
            মানুষের ওই কোলচেটা,
রক্ত সস্তা শক্ত লোকের
              বেপার নয় ওই লালচেটা।
মিষ্টি সস্তা সৃষ্টি আদি
                   হয় যদি তা কখনো,
মহান সস্তা ময়রা বাবুর
           তা বিলায় আদর মাখানো।
ভোট সস্তা ভেট যদি পাই
                চিড়া কিংবা বাতাসা,
ভালোটাকেও কালো বলে
                তারে করি তামাশা।
গুণী সস্তা ধনীর কাছে
                ধন দিয়ে তা ধরতে চায়,
ধানী লঙ্কা গুণীর গুণ
                ধনী ভীষণ হোঁচট খায়।
বাক্য সস্তা বাকযন্ত্রে
                যা মুখে আসে তাই বলে,
মা ,মাসি কিংবা বোন,পিসি
                 সম্পর্ক যায় অস্তাচলে।
ঠোঁট কাটার জোট কম
                  সস্তা নাকি তার মান,
হক কথা বলে রগ চটায় চটুলে
                যেথায় সেথায় মার খান।
ভগবান সস্তা ভক্তি লঘু
                  চাঁদা তুলে করি পূজা,
প্রসাদ নেই প্রাসাদ সাজাই
                   মদ,মাংস,খাই গাঁজা।
প্রেম সস্তা বেশ্যা গৃহে
                     আদর চায় জোর করে,
আঁতর মেখে সাঁতার কাটতে
                    ভদ্রলোক যায় তার ঘরে।
                      ----------   রঞ্জন  গিরি।