মঙ্গলে মৌসুমী আকাল
বর্ষাহীন তবু বাসনা বেশি,
ধূলায় ধূসর ধুমাবোতী
চতুর্মুখ চায় না চতুর্দশী।


লাবণ্যতায় লালে লাল
উত্তাপের উষ্ণতায় উন্মাদ,
সবুজহীনে শৌর্য্য শরিকহারা
নৈতিক নিঃশ্বাসে নিনাদ।


দামিনীর দ্যুতি নয় দরদী
পরিমিত নয় পরিচয়হীনে,
ক্ষণিক সুখ ক্ষীণ বড়ই
ক্ষীদের ক্ষীর খেলে ঋনে।


কাক ভোরে কুয়াশার মিছিল
ভাস্করের ভয়ে ভিড় কমে,
মঙ্গলে নেই মিত্র মানবতা
সস্তার সাধনা সর্ব্বখানে।
               ------- রঞ্জন গিরি।