তুমি চলে গেলে চিরতরে সাথী
            আমারে একা ফেলিয়া,
তুমি সমীর হইয়া ভুবন ছাড়িলে
             আমি কেমনে রহিব ভুলিয়া।


তুমি তারা হইয়া, আসমানে রবে
            জ্বলিবে আপন মনে,
আমি বেদনা ভুলিতে,ভূমে পড়ে রই
             চাহিয়া তব পানে।
পরশ না ভুলি তব দুটি হাত
              মরমে মরি ভাবিয়া।
তুমি সমীর হইয়া ভুবন ছাড়িলে
             আমি কেমনে রহিব ভুলিয়া।।


তুমি স্বপন হইয়া ভাসিলে মনে
            পুলকে প্রাণ যে ভরে,
ভাঙ্গিলে স্বপন আঁখি বারি ঝরে
            হৃদয় যায় গো পুড়ে।
সোহাগের সাথী এসো গো ফিরে
          আমি লইব বরণ করিয়া॥
তুমি সমীর হইয়া ভুবন ছাড়িলে
          আমি কেমনে রহিব ভুলিয়া
                --------রঞ্জন  গিরি ।