আলোকের আলপনা দাও
দ্যুতি ছুটুক ধরণী পরে,
তাঞ্জানতার আবচ্ছায়া দাও
ধুয়ে মুছে সাফ করে।
আলোকের............
প্রভাতে দিয়ে প্রীতির ছোঁয়া
দিবস দৈন্যতা হরণ করো,
নিবিড়তার নির্মল প্রেমে
আত্মার আমিত্বে জড়িয়ে ধরো।
প্রেমের প্রদীপ জ্বালিয়ে প্রানের
কলুষ ভ্রান্তি ফেলো ছুঁড়ে।
আলোকের.............
সোহাগ যে চাই সুপ্ত কুঁড়ির
খিলখিলিয়ে হাসুক ধামে,
ওঁরা উত্তমতায় উন্মাদ হয়ে
জয়গান করুক তোমার নামে।
শ্রীধামের শ্রী বজায় রেখো
সত্য সুন্দরের হাত ধরে।
আলোকের.............
                    -------- রঞ্জন গিরি।