যে চির সত্যের মন্দিরে
হৃদয় গঠন হয়েছে মোর,
যতই ধূলো বালি পড়ুক
তাঁর গায়.......,
আমি যে গড়াগড়ি খাবো
তাঁর কোলে, মতি রহিবে সদা
তাঁর শ্রী রাঙ্গা পা'য়।


আজও কিছুটা সত্য বেঁচে...
তাই পৃথিবীটা এখনো জীবন্ত,
অতি উষ্ণতায়,.....
এখনো গলেনি বরফ সমুহ
তাই ফিরে ফিরে আসে বসন্ত।


সে সত্যে .....…..?
যে কেউ করুক উপেক্ষা,
যে যেটা ভালো বোঝে;
আমি যেন না করি তায়,
চির বিশ্বস্ত নিত্য সত্য;
নেই কেউ নেই কোনদিন
আপনার মায়ের ন্যায়।


মিথ্যার বেসাতিতে মুষড়ে
আজ এই সাধের পৃথ্বী;
মা'তো নেই তাদের দলে,
আজ মায়ের জন্যই মানবতা
বেঁচে,কিঞ্চিৎ মনুষ্যত্ব আছে
মনুষ্য রূপে জ্বলে।
               -------- রঞ্জন গিরি।