পুণ্য করে জন্ম লোভেছি মোর এই স্ব-দেশ ভূমিতে,
স্বার্থক হয়েছে জনম আমার এই মাটির স্বাদ পেতে,
মায়ের জঠোর থেকে জন্মে  তোমায় চিনেছি আমি,
তোমায় ভূমিষ্ঠ হয়ে প্রণাম করি তোমার চরণ চুমি!
স্বর্গ সুখ পেয়েছি আমি স্বর্গ আর চাইনা তো মোটে,
যে দিকে চাই সে দিকে দেখি তোমারই সৌরভ ছোটে।
জন্মেই তোমার পরশ পেয়ে ভক্তির শক্তি এসেছে মনে,
স্বভূমির মতো আর কোন দেশ আছে কিনা কে জানে!
স্বদেশ আমার ধ্যান জ্ঞান স্বদেশ ভূমি যে গো মোর মান,
এই স্বদেশ আমার চারণ ভূমি যেন এই স্বদেশে যায় প্রাণ।
সকল জ্বালা জুড়াই মনে তোমার ওই শ্যামলা মুখ দেখে,
যা কিছু সুখ সব গো তোমার আমার ললাটে দিয়েছ এঁকে।
হেথা নানা ভাষা ভাষী করে বিচরণ দেখিয়া সার্থক নয়ন,
মাতৃ প্রেমে বিগলিত সবে আবার মাতৃ গর্ভে করি যে শয়ন।
                            --------  রঞ্জন গিরি।