কু-জন সুজন সাজে,
অর্থের বৈভব রাজে!
মনুষ্যত্বের মানুষ পড়ে লাজে,
গুঁড়ো সাবানের দুধ,
ঘি বাসমতীর খুদ!
গমের ভূষি গুঁড়ো দুধে পায় খুঁজে।
কালো চশমার চোখ,
প্রতিবিম্বে পায় শোক!
তবুও লাভে লজ্জা নাহি থাকে,
ভালো নির্যাসতো চাই,
বিষটা হোকনা যাই!
পরেরটা যাক নিজের ঠিক রেখে।
আজ বিজ্ঞাপনের হাটে
মানুষ চিটে গুড়টাই চাটে,
ছত্রধর ছাতায় রেখে দেয় ভাং ঘুঁটে,
শতকরা আধা আধা,
কার বাপে দেয় বাধা!
কপালে তিতো ছাড়া কিবা জোটে?
দেখে পলাশ ফুলের বাগান,
লোকে জৌলুসে হুমড়ি খান!
বাহারি রঙ্গের ছুটেছে হিল্লোল বান,
শুঁকে আসে নাকে পোকা,
বলতো এ কেমন ধোঁকা!
সময়ের মূল্যটা মাঠে পড়ে খান খান।
ঠোঁট কাটা খায় চড়,
মাথা থেকে নামে ধড়!
সত্যবাদী প্রাণ হারায় করে ছড় ছড়,
পাশকেটে স্বার্থন্বেষী,
লেপের ভিতর যায় পশি!
বিপদ সবুজে অবুজ ভাবে দেখায় ভড়।
                -------- রঞ্জন গিরি।