হৃদয়ে রেখেছি কৃষ্ণ নাম
হেরিনি কখনো আমি তাঁরে,
তবু সংসারের সঙ সেজেও আমি
দেইনি সে নাম কভু ছেড়ে।
হৃদয়ে রেখেছি..........
কলঙ্ক মোছাতে কৃষ্ণ সলিলে
নিত্য ডুব দিয়ে দেহ ধৌত রাখি,
শ্রবণে শান্তি সুধা মাখা নাম
অন্তর দিয়ে তাঁরে যতনে ডাকি।
কাঙ্গাল হৃদয় করুনা পেতে
থাকি কৃষ্ণের শ্রীচরন ধরে।
হৃদয়ে রেখেছি............
শৈশবে সৌরভে কৃষ্ণ আজি,
শ্মশানেও নাই কৃষ্ণ ত্যজি।
বধি যে নামে অসার অরি
জলে জঙ্গলে ধরে তাঁর নাম,
নয়নে না হেরি নগর প্রাণে
তবু নামে তাঁর পুরে  মনস্কাম।
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলে
     উন্মাদ হই সদা উন্নীত শিরে।
হৃদয়ে রেখেছি..............
                  ----------  রঞ্জন গিরি।