ফুটিফাটা সারা মাঠ
শকুন চিল দিচ্ছে ডাক,
ধুঁকছে কুকুর কেড়ে জিভ
পরান শুকিয়ে গলা কাঠ।


সুয্যি মামা সকাল হলে
তীব্র আলো ধরায় জ্বালে,
হাঁসফাঁস করে প্রাণ গুলো সব
রৌদ্র তাপে শ্রাবন গলে।


সবুজ গুলো শুকিয়ে লাল
বর্ষা হীনে সব হয় মাতাল,
শুধু মানুষ গুলো প্রাণে বাঁচে
খেয়ে দু'টাকার দানের চাল।


চাষের মাঠে যুবার দল
হই হুল্লোড়ে খেলছে বল,
চাষা বসে মাঠের ধারে
মাথায় হাত কাঁদে বিহ্বল।


সুবিধাভোগী মানুষ গুলো
দুর্ভিক্ষে তাঁরা ভীষন ভালো,
খরা-বন্যার দানের টাকায়
মসনদ বানিয়ে গরীব খেলো।