শাঁখ বাজিয়ে আনলে বৌ
শান্তি শুধা বলে,
শাদ্ধ্শ নষ্ট করলে নারীর
শাড়ি টেনে খুলে।


শ্যাম হয়ে হাজার গোপীনীর
শাবড়ালে তাঁদের মান,
শাকিন দিলে তাই শান্তি শুধা
শাক ভাজাতেই প্রান?


শানকিতে দাও খেতে তাঁরে
শাবক এলে কোলে,
শাটিকা দাও দেখি পর স্ত্রীকে
শালুক সুলুক বলে।


শাসন কর সদা শান্তি শুধায়
শাসক তুমি নিজে বড়,
শাল কেনো দামী গোপীনীদের
শালী বলে বৌকে মারো।


শাঁড়া বলিস নিজের বৌকে
শাতা রাঢ়ে ভালোবেসে,
শাঁখা সিঁদুরের দিলিনা দাম
শালংকারা নারীর গা ঘেঁষে।
            -------- রঞ্জন গিরি।