ষাঁড় পূজে ষাঁড়া সদা
ষাঁড়াষাঁড়ি কোটালে,
ষাঁড়া মরে অপমানে
ষটকর্ণ কেউ ঘটালে।


ষান্মাতুর শ্রেষ্ট পুরুষ
ষাঁড়া সদা চায় তাঁরে,
ষাঠি দেবীর সান্নিধ্যে
ষান্মাতুরে চায় বরে।


ষট-কর্ম তাতে যদি
ষাট হাজার বার হয়,
ষান্মাতুরে লাভ হেতু
ষট-কর্মই পাপ নয়।


ষণ্ডের হয় প্রকান্ড পাপ
ষাঁড়া তাতে না বোঝে,
ষান্মাসিকে শয্যাশায়ী
ষণ্ড পাপে চোখ বুজে।
         --------- রঞ্জন গিরি।