অলসতা কর্মের শত্রু
ধর্মের শত্রু অবিশ্বাস,
কর্ম গুণে ধর্ম স্থাপনে
স্বর্গ কিংবা নরক বাস।


সৌন্দর্য্যের শত্রু ঈর্ষা
হিংসা শত্রু সাফল্যে,
হিংসার জন্ম ঈর্ষায়
চুকায় কঠিন মূল্যে।


সরলতার শত্রু সুযোগ
সমাধানের শত্রু প্যাঁচ,
সুযোগে প্যাঁচাল বাক্যে
সরলের গায়ে শাস্তির আঁচ।


সহনশীলতার শত্রু ক্রোধ
সুখের শত্রু অতি লোভ,
লোভী মানুষ ক্রোধের বসে
বাড়ায় নিজ নিজের ক্ষোভ।


ভালোবাসার শত্রু সন্দেহ
বৈরিতা হয় শান্তির ফাঁড়া,
সন্দেহের বসে বৈরিতায়
ভালোবাসা মরে শান্তি ছাড়া।
            -------- রঞ্জন গিরি।