সখী      তোর নাক ছাবী,ঝুমকো দুল
           দেখে গলার সীতাহার,
আমি     শয়নে দেখি স্বপন যে তোর
           মোর ঘুম ভাঙ্গে বারবার।
তোর     লাল পেড়ে ওই নীল শাড়িটা
           ঘুমোতে না দেয় আর!
আমি     শয়নে দেখি স্বপন যে তোর,
           মোর ঘুম ভাঙ্গে বারবার।


সখী       তুই যে মোর স্বপ্নের পরী,
            তুই যে মোর শ্রেয়সী নারী!
হোস      তুই মোর আলোক বিতান,
            তুই যে মোর হৃদয়ের তান।
আজ      তুই ছাড়া মোর স্বপন বৃথা,
            জীবনটা পুড়ে হয় ছারখার।।
আমি       শয়নে দেখি স্বপন যে তোর,
             মোর ঘুন ভাঙ্গে বারবার।


আমি      তোর পরশের উষ্ণতা চাই,
            প্রেম তরঙ্গ হৃদয়ে বিছাই!
দেখি      পলাশ রাঙ্গা চরণ য়ে তোর,
            চলার ছন্দে থাকি বিভোর।
আমি      হাজারো ভাবি আকাশ কুসুম
শুধু        মোর ভাবাই হবে কি সার?
আমি      শয়নে দেখি স্বপন যে তোর,
            মোর ঘুম ভাঙ্গে বারবার।
                        --------- রঞ্জন গিরি।