বিচার আজ বৈরাগ্যে গেছে
যত পদে বসে পাপীর দল,
নীরবে ন্যায়ের নিঃশ্বাস কেড়ে
ছলে খোলস ছাড়ে খল।


অর্ঘ্য পেলে অন্যায় মাফ সব
জ্বলুক না জ্বলুক আলো,
ওঁদের বুদ্ধি বেচে শ্রীবৃদ্ধি চাই
ন্যায় নীতি রইল বা গেলো!


শান্তি সৌন্দর্য্য কারাগারে শুয়ে
জগতের জন্য স্বপ্ন দেখে,
হীনমন্যতা আর হিংসা গুলো
নিজ স্বার্থ নিয়ে থাকে সুখে।


শিক্ষা চুরি গেছে শয়তানের দ্বারা
কু-শিক্ষা কীর্তন করে হাটে,
আলো খুঁজতে  অমাবস্যার দেখা
সেতো বিপদজনক ও বিদঘুটে।


মনুষ্যত্ব আজ মুন্নিবাঈর কাছে
তাঁরা মুহূর্ষ মানুষের মর্মার্থ বোঝে,
স্বার্থন্বেষী সমাজের প্রতিষ্ঠিতরাই
সদা ভণ্ডামি করে ভিখারী সাজে।
                  ---------- রঞ্জন গিরি।