সমাজ নীতির সস্তা বাজার
স্বেচ্ছায় মরে কেচ্ছা ঘেঁটে,
আয়ু খোঁজে পায়ুর প্রেমে
পাপীর পাদুকা জিভে চেঁটে।


শিষ্টাচারের সমাধি হয়েছে
শয্যায় হয়েছে লজ্জা শেষ,
খোকার বউকে খুড়ো দেখে
দাড়ি কেটে দামড়ার বেশ।


সত্য আজ সঙ সেজে থেকে
মিথ্যার ক্রোড়ে মাথা গুঁজে,
হাড় ভেঙেছে তাই হামাগুড়ি
মিথ্যার চরণ আজ সত্য পুজে।


নম্রতার নিঃশ্বাস বন্ধ হয়েছে
উন্মাদের উগ্রতায় উর হয়ে,
ভদ্রতা ভব পার হয়ে গেছে
ইতরের ঈর্ষার পর্শ্ব পেয়ে।


পুণ্যের ভাণ্ডটা পাপী পায়
শূন্য হাতে যায় সাধু জেলে,
উদারতা আজ উপোষ করে
স্বার্থান্বেষীরা সাগর গিলে।


আত্মীয়তা আঁতরের মতো
টাকার গন্ধে পচা আপন,
প্রেমটা আসল পতিতা গৃহে
বার-বনিতায় নিশি যাপন।


শ্রেষ্ঠ গুনের শ্রাদ্ধ চলে আজ
বেঁচে থাকলে বখরা গাই,
গুণীর গুন গাঙে ফেলে লোকে
উৎকোচ ছাড়া উদ্ধার নাই।
                 -------- রঞ্জন গিরি।