সুলতানের সকড়ি মাগে
সুলভ মূল্যে সুশীল সমাজ,
সুখ কাড়ল যে সুপ্রিয় সেজে
সুবোধ হলো সে শ্মশানে আজ।


শিক্ষা থাকবে, সমাজ নেংটা
শীত লাগে পোড়া বৈশাখে,
শিরদাঁড়া হীন শাকরেদ গুলো
শিকড় খুঁজতে সন্ধ্যায় ডাকে।


শিল্প নাকি সবুজে শুলে চড়ায়
শিবচক্ষু হয় ক্ষেতের ফসল চাষ,
সারি সারি ফিসারি কি আজ
সুন্দর সবুজে না করে গ্রাস?


বাবুদের ব্যাপার বাবুরা জানে
বাকলের তা না বোঝাই ভালো!
বাবাকে ডাকতে বকরি হাজির
বাগান মুড়িয়ে সবটাই খেলো।


হাল ফেরে হাভেলি বালার
হাজার পেটে লাথি মেরে,
হাগরী ছোটে হানুর মাঠে
হাড় খাটুনিতে ঝাণ্ডা নেড়ে।


ভাইরাস মঞ্চে ভবি কেমন
ভাবতে কিছু অবাক লাগে?
ভাত কাড়ে যত ভুতুড়ের দল
ভাল্ চাপড়ে আজ কি হবে রেগে।
                  ---------- রঞ্জন গিরি।