শোষকপতি মশক মোরা
শালুক, পানায় বাঁধি ঘর,
শ্যামসুন্দর তটিনীর জলে
শান্তি মনে সাজাই বাসর।


খাসা মোদের বাসা খানা
খুশির কোন খামতি নেই,
খাতির করে খজ্যোতিরা
খাস জলে ডিম পাড়ি তাই।


কালো জলের কই, মাগুরে
কদরে মোদের আদর করে,
কাবু করতে বাবু মোশাইয়ে
কামড়ে যেন মারি মারন জ্বরে।


ডেঙ্গু ছড়িয়ে ডিঙন নাচি
ডাক্তারকেও কভু না ছাড়ি,
ডাকাত রাজের ডন আমরা
ডাকাতের পূজা নিত্য করি।


সংস্কারের সমস্ত অর্থ ওরা
সুইস ব্যাংকে জমা রাখে,
সুন্দর সাজায় ওদের জীবন
সুখটা মোদের বজায় রেখে।
                 --------- রঞ্জন গিরি।