হে মোর স্বর্গীয় পিতৃদেব!
আমি আর তোমার পতিত
জমি নই, তোমার আশীষে
আমার বুকে এখন সবুজের
সমাহার!তোমার রোপন করা
ফসল ফলছে ধীরে ধীরে।
তবে আমার চারা গাছ গুলি
বৃক্ষ হয়ে অবনীতে অক্সিজেন
দেবে কিনা জানিনা!
তবে এই বড় আমার প্রাপ্তির
শান্তি!তুমি পাথরের বুকেও
পথের সন্ধান দিয়ে গেছো।


হে পিতৃদেব!আজ তোমার আত্মা
অনাত্মীরের মতো আতিথেয়তা
গ্রহণ করে প্রতিচ্ছবি হয়ে সম্মুখে
মোর। যখন মনে হয় আমি তোমারই
অংশ তখন কষ্ট হয়-ভীষন কষ্ট,আর
বেদনা পাই যখন তোমার
পদ যুগল স্পর্শ না করতে পারি।


হে মোর পিতা পরমেশ্বর!
আজ অশ্রু সিক্ত নয়নের জলে
তোমার শ্রীচরন চর্চিত করি,আর
আজ এই পিতৃ দিবসে তব পাদপদ্মে
শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই!
                     --------- রঞ্জন গিরি।