তেজদীপ্ত তনু বর,
বিবেক হয় ভাস্কর;
দেবজ্যোতি জ্যোতিরময়
তুমি শ্রী বিবেকানন্দ!
তুমি উজ্বল শশী,
তব দৃঢ় বজ্র মসী;
নিসৃত করিল যুব বাণী
যুব সমাজ পাইল আনন্দ। ।


তব অন্তর নির্লিপ্ত,
দিব্য ইন্দ্রিয় সংযত;
তব ক্রোধও দ্বেষ বিবর্জিত
বঞ্চিত করিলে কাম ও মোহে,
তুমি ব্রহ্ম জ্ঞানে জ্ঞানী,
তুমি শুদ্ধ চিত্তে ধনী;
কর্মপথে ঈশ্বর লাভ শিখাইলে
ঈশ্বর লাভ শুধু ধ্যানে নহে।


নিষ্কাম নিস্পৃহ রূপে,
নিরীক্ষণ করেছ পাপে;
স্বধর্ম প্রতিষ্ঠা করিলে ধরায়
পঞ্চ ইন্দ্রিয় ইন্দ্রিয়ত্ব জ্ঞানে,
বহদর্শী বিজ্ঞজন তুমি,
হে বীর সন্যাসী তব চরণ চুমি;
প্রণাম লহ মোর এ বিচলিতের
রাখো মোরে তব শ্রীচরণে।
          --------- রঞ্জন গিরি।